উত্তর : হার্টব্লক হয়ে গেলে ঊরুর গোড়া বা বাহুতে কেটে বিশেষ রগের ভেতর দিয়ে হার্ট পর্যন্ত যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করা হয় তার নাম এনজিওগ্রাম। এনজিওগ্রামে রোজা ভাঙে না। এ যন্ত্রটিতে যদি কোনো ধরনের ওষুধ লাগানো থাকে, তারপরও রোজা ভাঙবে...